প্রকাশিত: Thu, Jan 26, 2023 4:35 PM
আপডেট: Tue, Jul 8, 2025 4:24 PM

দাম না বাড়ালে বাজারে চিনিই মিলবে না: বাণিজ্যমন্ত্রী

খালিদ আহমেদ: টিপু মুনশি বলেছেন, সব হিসাব-নিকাশ করে চিনির দাম যতটুকু বাড়ানো দরকার ততটুকু বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশে বছরে চিনির চাহিদা ১৮ থেকে ২০ লাখ মেট্রিক টন। এর মধ্যে দেশের রাষ্ট্রায়ত্ত মিলগুলোতে ৩০ হাজার মেট্রিক টন চিনি উৎপাদিত হয়। বাকি চিনি আমদানি করতে হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব